সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজকুমার সৌদ আল-ফৈজল ইউরোসঙ্ঘের দেশগুলিকে আহ্বান জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ শুরু করার, সোমবার জানিয়েছে স্থানীয় প্রচার মাধ্যম. সৌদি মন্ত্রী তাছাড়া জোর দিয়ে বলেন যে, সিরিয়ার শাসনের পক্ষে লড়াই করছে লেবাননের শিয়া রাডিক্যাল “হেজবোল্লা” আন্দোলনের যোদ্ধারা, তাদের তিনি “বিদেশী দখলদার” হিসেবে অভিহিত করেন. জানানো হয়েছিল যে, ২৭শে মে ইউরোসঙ্ঘ সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ প্রলম্বন করে, কিন্তু অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা প্রলম্বন না করার সিদ্ধান্ত নেয়.
সৌদি আরব ইউরোসঙ্ঘ-কে আহ্বান জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ শুরু করার

Фото: EPA