মার্কিন প্রশাসনের গোপন দিল ফাঁস করে দেওয়া এডওয়ার্ড স্নোডেনের বাবা এই কথা বলছেন. রয়টার সংস্থার তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের কাছে ছেলের ভবিষ্যত নিয়ে চিঠি লিখেছেন. উইকিলিক্সের প্রতিনিধিরা খোলাখুলি ভাবেই স্নোডেনের সমর্থন করেছে মার্কিন গুপ্তচরদের কাজ ফাঁস করে দেওয়ার পরে. সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী উইকিলিক্সের প্রতিনিধিরা স্নোডেনের সঙ্গেই যাচ্ছে ও তাকে আইনের পরামর্শ দিচ্ছে. টুইটার সমেত অন্যান্য চ্যানেল ব্যবহার করে উইকিলিক্স নিয়মিত ভাবে স্নোডেনকে নিয়ে খবর দিয়ে যাচ্ছে.
স্নোডেনের বাবা উদ্বিগ্ন যে, তার ছেলেকে নিয়ে মতলব করা হচ্ছে, তার মধ্যে উইকিলিক্স রয়েছে

© Скриншот: YouTube