রাশিয়া সব সময়েই প্যালেস্তিনীয় প্রশাসনের এই প্রচেষ্টায় সহযোগিতা করে, বলে ঘোষণা করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ. তিনি মস্কো শহরে এই দেশের রাষ্ট্রপতি মাখমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত্কার করেছেন. রাশিয়ার মন্ত্রীসভার প্রধান একই সঙ্গে বলেছেন যে, রাশিয়া নিকটপ্রাচ্যে মজবুত শান্তির পক্ষে ও বন্ধু প্যালেস্টাইনের সঙ্গে অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতা করতে তৈরী. আব্বাস নিজের পক্ষ থেকে আশা প্রকাশ করেছেন যে, এই সহযোগিতার ক্ষমতা অনেক প্রসারিত হবে, যদি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করা সম্ভব হয়. এর আগে প্যালেস্টাইনের নেতাকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন স্বাগত জানিয়ে দেখা করেছেন.
রাশিয়া প্যালেস্তিনীয় প্রশাসনের দেশকে শক্তিশালী ও আধুনিক করার সক্রিয়তাকে সহায়তা করবে

Фото: РИА Новости