রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসলামি দেশগুলির কাছে সংহতি প্রদর্শন করার ও বিশ্বের অন্যতম বৃহত ধর্মের ভেতরেই বচসা না বাধানোর আহ্বান জানিয়েছেন. গত রাজনৈতিক বছরের হিসাবজ্ঞাপক সাংবাদিক সম্মেলনে লাভরোভ বলেছেন – “রাশিয়াকে রীতিমতো দুঃশ্চিন্তাগ্রস্ত করছে ইসলামের বিভিন্ন ধারার মধ্যে উদ্ভূত পরিস্থিতি. এটা গুরুতররকমের বিস্ফোরক অবস্থা, যা ক্রমশঃ জমা হচ্ছে ও এর একটা হেস্তনেস্ত করা জরুরী, প্রথমতঃ, আরব রাষ্ট্র লীগ ও সংযুক্ত ইসলামি সংস্থার মাধ্যমে”. লাভরোভের দৃঢ় বিশ্বাস, যে উগ্রপন্থীদের কোনোমতেই ক্ষমতায় আসীন হতে দেওয়া যেতে পারে না. – “এটা হবে বিলম্বে বিস্ফোরণের রসদ, যা ভোগাবে আগামী বহু দশক ধরে”, বলে লাভরোভ সতর্ক করে দিয়েছেন.
লাভরোভ বিশ্বের অন্যতম বড় ধর্মের ভেতরেই বিভেদের চিড় না ধরানোর আহ্বান জানাচ্ছেন মুসলিম দেশগুলির কাছে

Фото: РИА Новости