মুসলমানদের ধর্মীয় উত্সব ঈদুল আযাহার দিনগুলোতে গাজা সেক্টরে অনানুষ্ঠানিক যুদ্ধ বিরতিতে হামাস ও ইসরাইল উভয় পক্ষই সম্মত হয়েছে. ইসরাইলি রেডিও জানিয়েছে যে, দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিরতির অনানুষ্ঠানিক ঘোষণাটি বুধবার মধ্যরাত থেকেই কার্যকর শুরু হয়েছে. উল্লেখ্য, বুধবার হামাস যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে গাজা সেক্টর থেকে ৭০টিরও অধিক রকেট হামলা চালায়. এর জবাবে ইসরাইলও পাল্টা হামলা চালায়. এ ঘটনায় ৪ জন নিহত হয়.
হামাস ও ইসরাইল যুদ্ধ বিরতিতে সম্মত

Фото: EPA