ভারত নিজের বিমান বাহিনীর বিকাশ এবং তাকে নতুন সামরিক প্রযুক্তিতে সজ্জিত করার জন্য ২০২২ সাল পর্যন্ত ৩৫০০ কোটি ডলার খরচ করতে চায়. ভারতের বিমানবাহিনীর সদর দপ্তরের উপ-অধিকর্তার উদ্ধৃতি দিয়ে এ সম্বন্ধে জানিয়েছে “টাইমস অফ ইন্ডিয়া” পত্রিকা. বহু সংখ্যক সেকেলে হয়ে পড়া মিগ-২১ বিমান বিমানবাহিনী থেকে বাদ দেওয়ার পরে বিমানবাহিনীতে রয়েছে এখন ৩৩-৩৪টি ফাইটার বিমানের স্কোয়ড্রন (প্রতিটি স্কোয়াড্রনে ১২-১৮টি বিমান). ভারতের বিমানবাহিনীর পরিকল্পনায় আছে স্কোয়ড্রনের সংখ্যা বৃদ্ধি ৩৯টি পর্যন্ত ২০১৭ সাল নাগাদ, যাতে তা চীন ও পাকিস্তানের জন্য “সক্রিয় সংযত রাখার উপাদান” হয়ে ওঠে, লিখেছে “টাইমস অফ ইন্ডিয়া” পত্রিকা. বিমানবাহিনীর খরচ বাড়ছে বছরে ১২-১৫ শতাংশ. দিল্লিতে এক সাক্ষাতে তিনি উল্লেখ করেন যে, সামরিক প্রযুক্ত, জাহাজ ও সাবমেরিন কেনার পরিকল্পনা এবং তাছাড়া নৌবাহিনীর বিমানের জন্য আগামী ১৫ বছরে ৫২০০ কোটি ডলারের উপর খরচ অনুমিত.
ভারত নিজের বিমানবাহিনী মজবুত করার জন্য আগামী ১০ বছরে ৩৫০০ কোটি ডলার খরচ করবে

Фото: EPA