প্যারা অলিম্পিকের নবম দিনে রাশিয়ানরা ১টা স্বর্ণপদক, ৪টে রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক জিতেছে. মহিলা সাঁতারু ওকসানা সাভচেঙ্কো সোনা জিতেছে. ফ্রিস্টাইলে ৫০ মিটার দূরত্ব সে অতিক্রম করেছে বিশ্বরেকর্ডে মাত্র ২৬,৯ সেকেন্ডে. পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের রেসে আমাদের আলেক্সান্দর স্ভেতভ ২য় স্থান অধিকার করেছে. রাশিয়ার জাতীয় দল পদক তালিকায় ৯২টি মেডেল সহ তৃতীয় স্থানে আছে. প্রথম স্থানে চীন ২০৫টি পদক সহ, ২য় স্থানে গ্রেট বৃটেন ১১৪টি মেডেল সহ.
প্যারা অলিম্পিকে নবম দিনে ৭টি পদক পেয়েছে রাশিয়ানরা

Фото: РИА Новости