চীনের আটটি শহরে জাপান-বিরোধী শোভাযাত্রা হয়েছে, জানিয়েছে “ইতার-তাস” সংবাদ এজেন্সি. তা ঘটেছে পূর্ব চীনা সাগরে দিয়াওইউইদাও (জাপানী নাম সেনকাকু) দ্বীপপুঞ্জের সত্ত্বাধিকার নিয়ে বিতর্কের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক তীব্র হয়ে ওঠা উপলক্ষে. শেনজেন, হানজৌ ও চেনদু শহরে উত্তেজিত মিছিলকারীরা জাপানী দোকান-পাট এবং জাপানী মোটরগাড়ি ভাঙচুর করে. চীনে জাপান-বিরোধী আন্দোলন শুরু হয়েছে ১৫ি আগস্ট ১৪জন চীনা সক্রিয় কর্মীকে আটক করার পরে, যারা বিতর্কমূলক দ্বীপপুঞ্জের একটি দ্বীপে নেমে সেখানে চীনের জাতীয় পতাকা উত্তোলন করে. গত রবিবার একদল জাপানী সক্রিয় কর্মী এ দ্বীপপুঞ্জে এসে নামে এবং জাপানের তিনটি জাতীয় পতাকা উত্তোলন করে.
চীনে জাপান-বিরোধী শোভাযাত্রা হয়েছে

© Коллаж: «Голос России»