0 জেরুজালেম পোস্ট কাগজে এই হুমকি প্রধানমন্ত্রী নাথানিয়াখু দিয়েছেন বলে ছাপা হয়েছে. বৃহস্পতিবার ভোর রাতে সিনাই উপদ্বীপ অঞ্চল থেকে একটি রকেট এইলাত শহরে এসে পড়ে, কেউ হতাহত হন নি. কিন্তু নাথানিয়াখু বলেছেন যে, ইজিপ্টে মুবারকের পতনের পর থেকে এই আপাত শান্ত উপদ্বীপ অঞ্চল চরমপন্থী ঐস্লামিকদের ঘাঁটি হয়েছে.
ইজরায়েল এইলাত শহরের উপরে যারা রকেট ছুঁড়েছে, তাদের উত্তর দেবে – নাথানিয়াখু

Photo: EPA