প্রত্যেক বছর অগাস্ট মাসের প্রথম রোববারে রাশিয়ায় রেলওয়ে কর্মীরা তাদের জন্মজয়ন্তী পালন করেন. এই উত্সব ১৮৯৬ সাল থেকে পালন করা হয়, জার দ্বিতীয় নিকোলাই, যে রাশিয়ায় রেলওয়ে পাতার কাজ শুরু করেন, তাঁর জন্মদিনেই এই উত্সব পালন করা হয়. রেলওয়েতে দশলাখেরও বেশি মানুষ রাশিয়ায় নিয়োজিত. বর্তমানে আয়োতনের দিক থেকে মার্কিন-যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়া পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ. ইলেকট্রিক রেলওয়ের দূরত্বের দিক থেকে রাশিয়া বিশ্বে সবার থেকে এগিয়ে আছে.
আজ রাশিয়ায় রেলওয়ে কর্মীরা তাদের জন্মজয়ন্তী পালন করছেন

Photo: RIA Novosti