রাশিয়া ও মার্কিন-যুক্তরাষ্ট্র লিবিয়ায় চলতি ঘটনাবলীর পুণরাবৃত্তি সিরিয়ায় ঘটতে না দেওয়ার ব্যাপারে একমত. মার্কিন-যুক্তরাষ্ট্রের স্টেট-সেক্রেটারি হিলারি ক্লিনটনের সঙ্গে তার সাম্প্রতিক আলাপ-আলোচনার ফলাফল সম্পর্কে এ মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমণ্ত্রী সের্গেই লাভরোভ. তিনি উল্লেখ করেন, যে আমাদের দুই দেশ এ বিষয়ে একই রকম মতপোষণ করে. লাভরোভ জোর দিয়ে বলেন, যে সিরিয়ার পরিস্থিতি যাতে লিবিয়ায় চলতি ঘটনাবলীর দিপে গড়িয়ে না য়েতে পারে, সেজন্য রাশিয়া যথাসাধ্য করবে.
সিরিয়ায় লিবিয়ার চলতি ঘটনাবলীর পুণরাবৃত্তি ঘটতে না দেওয়ার অপরিহার্যতা রাশিয়া ও মার্কিন-যুক্তরাষ্ট্র উপলব্ধি করে

Photo: EPA