রাশিয়া-ন্যাটো শীর্ষ সাক্ষাতের জন্য মস্কো ন্যাটো জোটের সাথে সহমতে আসতে পেরেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম সম্বন্ধে, জাহাজ চলাচলের রক্ষা এবং আফগানিস্তানের সমস্যা সম্বন্ধে, তবে ব্যাপক নরহত্যার অস্ত্র এবং রকেট প্রকৌশল প্রসার নিরোধ সম্বন্ধে স্থিতি সর্বসম্মত করা সম্ভব হয় নি. এ সম্বন্ধে জানিয়েছেন ন্যাটো জোটে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি দমিত্রি রগোজিন রাশিয়ার “ইজভেস্তিয়া” পত্রিকাকে প্রদত্ত ইন্টারভিউতে. তিনি সঠিক করে বলেন, কথা হচ্ছে ভবিষ্যত্ মার্কিনী রকেটবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা সম্বন্ধে. কূটনীতিজ্ঞ ইঙ্গিত দেন যে, এ সমস্যা সম্পর্কে ন্যাটো জোটের ভেতরেই একমত নেই, এবং রকেট ঝুঁকির বাস্তবতায় জোটের সব সদস্য বিশ্বস্ত নয়. রাশিয়া-ন্যাটো শীর্ষ সাক্ষাত্ হওয়ার কথা ২০শে নভেম্বর লিসবনে.
রাশিয়া ও ন্যাটো জোট আপাতত রকেটবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সমঝোতায় আসতে পারছে না
