রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের অধিকর্তা জেনারেল নিকোলাই মাকারোভ আজ জাপান সফর শুরু করছেন. রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস-সার্ভিসের খবরে বলা হয়েছে, “তিনি আলাপ-আলোচনা করবেন জাপানের আত্মরক্ষা বাহিনীর সংযুক্ত সদর দপ্তরের অধিকর্তা জেনারেল রেইতি ওরিকির সাথে, এবং তাছাড়া জাপানের প্রতিরক্ষা বিভাগের নেতা তোসিমি কিতাজাওয়ার সাথে সাক্ষাত্ করবেন”. আশা করা হচ্ছে যে, পক্ষদ্বয় সামরিক সহযোগিতার পরিপ্রেক্ষিত আলোচনা করবেন এবং এশীয়- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্পর্কে মত বিনিময় করবেন.
রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের অধিকর্তা জাপান সফর শুরু করছেন
