আবখাজিয়ায় উপ-রাষ্ট্রপতি আলেক্সান্দর আনকোয়াবকে হত্যার চেষ্টা করা হয়েছে. গত রাতে, মস্কো সময় অনুযায়ী রাত প্রায় ৩টার সময়ে তাঁর বাড়িতে গোলাগুলি বর্ষণ করা হয়, অনুমান করা হচ্ছে গ্রেনেড থ্রোয়ার থেকে. আনকোয়াব আহত হন, তাঁকে চিকিত্সা সাহায্য দেওয়া হয়েছে, তবে তিনি হাসপাতালে ভর্তি হতে অস্বীকার করেন. অকুস্থলে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা. এটি আনকোয়াব-কে হত্যার তৃতীয় প্রচেষ্টা. এর কোনোটিই উদ্ঘাটিত হয় নি.
আবখাজিয়ায় উপ-রাষ্ট্রপতি আলেক্সান্দর আনকোয়াব-কে হত্যার ষড়যন্ত্র হয়েছিল

Фото: РИА Новости