রাশিয়ার ক্রাস্নোয়ার্স্ক অঞ্চলে আজ শোক দিবস. তত্সংক্রান্ত নির্দেশনামা স্বাক্ষর করেছেন স্থানীয় কর্তৃপক্ষের নেতা লেভ কুজনেত্সভ. ইগার্কা শহরের বিমান বন্দরের এলাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে শোক ঘোষণা করা হয়েছে. স্থানীয় “কাতেকআভিয়া” বিমান কোম্পানির “আন-২৪” মার্কা যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা ঘটে সোমবারের রাতে অবতরণের সময়. বিমানে ছিল চারজন কর্মী এবং ১১ জন যাত্রী. এ দুর্ঘটনায় মারা যায় ১২ জন, সেই সঙ্গে একটি শিশু, জানিয়েছে “ইন্টারফাক্স” সংবাদ সংস্থা. বিপর্যয়ের পরিস্থিতি সম্পর্কে তদন্ত চালানো হচ্ছে. প্রথমিক তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে ভীষণ কুয়াশার জন্য.
ক্রাস্নোয়ার্স্ক অঞ্চলে বিমান দুর্ঘটনা উপলক্ষে শোক দিবস ঘোষণা করা হয়েছে
