পৃথিবীর অকৃত্রিম উপগ্রহের অধ্যয়নের জন্য একসঙ্গে দুটি বৈজ্ঞানিক প্রকল্প শুরু হচ্ছে ২০১৩ সালেঃ রাশিয়ার “লুনা-গ্লোব” এবং মিলিত রুশ-ভারত “লুনা-রিসোর্স”, জানিয়েছেন রাশিয়ার বিজ্ঞান অ্যাকাডেমির মহাকাশ অধ্যয়ন ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাকাডেমিশিয়ান লেভ জিলিওনি. তিনি উল্লেখ করেন য়ে, “লুনা-রিসোর্স” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ভারতের মহাকাশ অধ্যয়ন সংস্থা- ISRO সংস্থার সাথে মিলিতভাবে এবং এ প্রকল্প অনুযায়ী ক্ষেপণ করা হবে ভারতের রকেট, ভারতের কক্ষপথীয় সরঞ্জাম ও রাশিয়ার অবতরণ মোডুল. ইনস্টিটিউটের ডিরেক্টর বলেন, “এই অবতরণ মোডুল নিয়ে কাজ করছে “এস.এ. লাভোচকিন নামাঙ্কিত বৈজ্ঞানিক-উত্পাদনী সংগঠন”, আর আমরা আমাদের ইনস্টিটিউটে কাজ করছি এই মোডুলের বৈজ্ঞানিক মাপযন্ত্র ও সরঞ্জাম নিয়ে”.
রাশিয়ার দুটি বৈজ্ঞানিক সরঞ্জাম ২০১৩ সালে চাঁদের অধ্যয়ন করবে
